খাগড়াছড়িতে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি : খাগড়াছড়িতে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ও উপজেলা প্রতিবন্ধী সংগঠনসমূহের নেতৃবৃন্দ, প্রতিবন্ধী, প্রতিবন্ধী অভিভাবক ও সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে ২৩ সেপ্টেম্বর মাষ্টার পাড়াস্থ জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পুনর্বাসন ও কর্মসংস্থান বিষয়ক সহকারী পরিচালক মুহাম্মদ মনোয়ার হোসেন। এসময় প্রধান অতিথি বলেন, ‘‘মানবতা, দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে কাজ করলে সমাজের সব সমস্যার সমাধান করা সম্ভব।’’ প্রতিবন্ধীদের প্রয়োজনীয় ম্যানুফ্যাকচারিং সরঞ্জাম তৈরির অনুমোদন পাওয়া গেছে বলেও জানান তিনি।
এসময় বক্তারা উপযুক্ত যোগ্যতা থাকা সত্বেও প্রতিবন্ধীরা সরকারী চাকুরীতে নিয়োগে অগ্রাধিকার না পাওয়া, প্রতিবন্ধী সনাক্তকরণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অবহেলা ও হয়রানিসহ নানান সমস্যা নিয়ে আলোকপাত করেন।
জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো: শাহজাহান এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য প্রেসক্লাবের সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গনি লাইব্রেরীর সত্বাধিকারী আবুল কালাম আজাদ, জেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মো: আবু তাহের, প্রতিবন্ধী অভিভাবক র্যালী চাকমা, প্রতিবন্ধী প্রতিনিধি মিজানুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।