সাধারণ
খাগড়াছড়িতে পুনাকের শীতবস্ত্র বিতরণ

মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ
খাগড়াছড়িতে পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে জেলা পুলিশ লাইন্সে শতাধিক গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। পুনাক খাগড়াছড়ি জেলার সভানেত্রী আমিনা আফরোজ জেমী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান বক্তারা। এ সময় খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা সদরের শতাধিক পাহাড়ী বাঙ্গালীর মাঝে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা।