সাধারণ

খাগড়াছড়িতে ডাকাতি ও গণধর্ষণের ঘটনা পূর্বপরিকল্পিত

 প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা সদরের এক বাড়িতে ডাকাতি ও প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণের ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে সংবাদ সম্মেলনে  জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশ রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার)। ২৭ সেপ্টেম্বর রোববার  সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়,এ মামলায় খাগড়াছড়ি সদর, রামগড়, গুইমারা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারjকৃত ব্যক্তিরা হলো:  মো. আমিন (৪০), মো. বেলাল হোসেন (২৩), মো. ইকবাল হোসেন (২১), মো. আবদুল হালিম (২৮), মো. শাহিন মিয়া (১৯), মো. অন্তর (২০) ও মো. আবদুর রশিদ (৩৭)।

 ঐ বাড়িতে ডাকাতি ও প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণের ঘটনাটি পূর্বপরিকল্পনা অনুযায়ী হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নামে চুরি, ডাকাতি, মাদক ও ধর্ষণের ছয় থেকে সাতটি করে মামলা আছে। আসামিরা একসময় জেলহাজতে ছিলেন। সে সময় তাঁদের পরস্পরের সঙ্গে পরিচয় হয়। পরে জামিনে বের হয়ে তাঁরা একে অপরের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন অপকর্ম করেন। লুণ্ঠিত হওয়া ৮ হাজার টাকার মধ্যে ৪ হাজার ৯০০ টাকা, একটি মুঠোফোন, একটি শাবল, দুটি ছুরি ও স্বর্ণালংকার বিক্রি করে পাওয়া ৪৮ হাজার টাকা আসামিদের কাছ থেকে জব্দ করা হয়েছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button