সাধারণ

খাগড়াছড়িতে টাইমস্কেল কর্তনপত্র প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান

মোঃ আরিফুল ইসলাম
মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি।
জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণের জন্য চাকুরীকাল গননা ও অন্যান্য আর্থিক সুবিধাদির প্রাপ্যতা নিশ্চিত কল্পে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রধান করেছেন ২০১৩ সালে জাতীয়করনকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট খাগড়াছড়ি জেলা শাখার শিক্ষকবৃন্দ।
আজ রবিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে গত ১২ আগষ্ট ২০২০ খ্রিষ্টাব্দে অর্থমন্ত্রনালয় কর্তৃক জারিকৃত টাইমস্কেল কর্তনপত্রটি প্রত্যাহারের দাবিতে এই স্বারকলিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ।
স্বারকলিপিতে অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা ২০১৩ এর অধীন ৫০% চাকুরীকাল গণনা করে। জ্যেষ্ঠতা,পদোন্নতি, সিলেকশন গ্রেড এবং প্রযোজ্য টাইমস্কেল প্রাপ্যতার কথা থাকলেও তা প্রদান করা হচ্ছে না। এ ছাড়াও প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রাপ্ত টাইমস্কেলের জটিলতা নিরসন না করে ১২ আগস্ট ২০২০ খ্রি. তারিখে অর্থমন্ত্রণালয় কর্তৃক জারীকৃত টাইমস্কেল কর্তনের পদ্ধতি বাতিল করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button