প্রতিনিধি :
আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সংসদ সদস্য প্রার্থী নির্ধারণের লক্ষ্যে তৃণমূল পর্যায়ের মতামত গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে খাগড়াছি শহরের একটি কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের সভাপতি, সম্পাদক এবং মজলিশের সিনিয়র সদস্যরা অংশ নেন।
সভায় জেলার চার সম্ভাব্য প্রার্থীর মধ্য থেকে একজনকে বাছাই করতে ব্যালটের মাধ্যমে ১৪৫ জন সদস্য সরাসরি ভোট প্রদান করেন। নির্বাচনী এ মতামত গ্রহণ প্রক্রিয়ায় প্রার্থিতা নির্ধারণে দলীয় গণতান্ত্রিক চর্চার প্রতিফলন ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. জান্নাতুল ইসলাম। সভাপতিত্ব করেন খাগড়াছি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন।
আয়োজকরা জানান, আগামী ২৮ জুন ঢাকায় আয়োজিত মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনশ আসনের প্রার্থীতার তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।
আপনার মতামত লিখুন :