প্রতিনিধি: সারাদেশের মতো “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলা শহরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
৯ ডিসেম্বর সোমবার সকালে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন, র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
শহরের পৌর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির উপপরিচালক মো. জাহিদ কালাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি খাগড়াছড়ি জেলার সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দীন মজুমদার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুস্মিতা খীসা। সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতি প্রতিরোধ শুধু আর্থিক অনিয়ম রোধ নয়, দায়িত্বের প্রতি অবহেলা বন্ধ করাও দুর্নীতি প্রতিরোধের অংশ। তাই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।
আপনার মতামত লিখুন :