সাধারণ
খাগড়াছড়িতে আগুনে পুড়ে প্রভাষকের মৃত্যু

মো: কামরুল ইসলাম : খাগড়াছড়িতে আগুনে পুড়ে এক প্রভাষকের মৃত্যু হয়েছে। ৮ ফেব্রুয়ারী সোমবার গভীর রাতে খাগড়াছড়ি জেলা সদরের কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাওস্রিজিতা দেওয়ান (৩২)। তিনি খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে মাওস্রিজিতা দেওয়ান দ্বিতীয়। নিহতের পিতা জানান, অগ্নি কান্ডের সময় আমি বাইরে ছিলাম। আগুন ছড়িয়ে যাওয়ায় মাওশ্রিজিতা বের হতে পারেনি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম বলেন, একটি আগুনে পোড়া মরদেহ পেয়েছি। তবে কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।