খাগড়াছড়িতে আওয়ামী লীগের কর্মী সমাবেশ ও দলীয় মেয়র প্রার্থীর পক্ষে প্রচারনায় জাহাঙ্গীর কবির নানক

মো: জাকের হোসেন : খাগড়াছড়ি পৌর মেয়র প্রার্থী নির্মলেন্দু চৌধুরীর প্রতি সমর্থন এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে খাগড়াছড়িতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। ২ জানুয়ারী আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শরনার্থী পূনর্বাসন বিষয়ক টাস্কফোস চেয়ারম্যান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের নারী সাংসদ বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পৌর নির্বাচনে মেয়র প্রার্থী নির্মলেন্দু চৌধুরী প্রমূখ। এ সময় জেলা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মী সমাবেশে প্রধান অতিথি বলেন, নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া মানে নেত্রীর সিদ্ধান্ত অগ্রাহ্য করা। যাহারা নেত্রীর সিদ্ধান্ত অগ্রাহ্য করে প্রার্থী হবেন, তাহারা কখনো দলের সদস্য পদ পাবেন না। যাহারা আওয়ামী লীগ করবে তারা দলের সিদ্ধান্ত মেনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারনা চালাবেন। দলকে নিয়ম শৃংখলার মধ্যে আনতে দলের সভানেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন বিদ্রোহী আর আওয়ামী লীগের নৌকায় চড়তে পারবে না’’।
সমাবেশ শেষে প্রধান অতিথি নেতাকর্মীদের নিয়ে খাগড়াছড়ি পৌর এলাকায় দলীয় প্রার্থী নির্মলেন্দু চৌধুরীর সমর্থনে প্রচারনায় অংশগ্রহন করেন।