খাগড়াছড়ি জেলা সদরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রতিনিধি : “মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে।
৩১অক্টোবর শনিবার মুজিববর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র। এ প্রতিপাদ্যে খাগড়াছড়ি সদর থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০ উপলক্ষে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা, সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণের আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা । বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলম, সদর উপজেলার চেয়ারম্যান শানে আলম প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সদস্য, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে বিভিন্ন সেবায় বিশেষ অবদানের জন্য পুরস্কার বিতরণ ও পুলিশ হেডকোয়ার্টাস থেকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসারদের সম্মাননা দেয়া হয়।