সাধারণ

খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের শতাধিক নেতৃবৃন্দ বিএনপিতে যোগদান

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের শতাধিক নেতৃবৃন্দ মংসাইপ্রু চৌধুরীর নেতৃত্বে,বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। রবিবার( ৯ই)জানুয়ারি সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিপুল সংখ্যক মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ যোগদান করেন। এ সময় দলে নবাগতদের বিএনপিতে স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপি পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের নিরাপত্তা আস্থার ঠিকানা। ফলে দুর্দিনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের দলে দলে প্রতিনিয়ত বিএনপিতে যোগদানের হিড়িক পড়েছে। ইনশাল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে সকল সম্প্রদায় হতে যোগ্য ব্যক্তিদের কে বিনা পয়সায় চাকরি ও অতীতের ন্যায় প্রত্যন্ত অঞ্চলে অবকাঠামো উন্নয়নসহ সার্বিক কাজের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে মংসুইথোয়াই এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক, এডভোকেট মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা সহ দলে নবাগত মংসাইপ্রু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, আব্দুর রব রাজা, খনিরঞ্জন ত্রিপুরা, আবু তালেব, দপ্তর সম্পাদক মরিয়ম আক্তার, মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম,সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হৃদয় নূর,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম সহ সিনিয়র নেতৃবৃন্দ ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button