সাধারণ
খাগড়াছড়িতে আলোকিত পাহাড় পত্রিকার সংবাদকর্মীদের নিয়ে মতবিনিময় সভা

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত পাহাড় পত্রিকায় কর্মরত সংবাদকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৭অক্টোবর) সকালে খাগড়াছড়ি কালেক্টরিয়েট জামে মসজিদ সংলগ্ন সাংবাদিক এ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার এর অফিস কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজমসহ জেলার ৯উপজেলা ও রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি ও লংগদু উপজেলার প্রতিনিধিরা।
করোনা ও অভ্যান্তরিন কারনে বেশ কিছু দিন পত্রিকা বন্ধ থাকার পরে আবার নতুন করে প্রকাশের উদ্যোগেই এই আয়োজন।