সাধারণ

ক্রেতা বিক্রেতায় সচল বোয়ালখালী নতুন বাজার

 

নিজস্ব প্রতিনিধি : দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজার আবার চালু হয়েছে। ৬ এপ্রিল শনিবার সাপ্তাহিক হাটবারে পূর্বের ব্যবসা বাণিজ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এর আগে দুই সপ্তাহ সাপ্তাহিক হাটবারে কোন পাহাড়ি বাজারে আসেনি।

জানা যায়, ১৮ মার্চ শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়িদের ডাক দেয়া বাজার বর্জন কর্মসূচী প্রত্যাহার করা হয়েছে। এ উপলক্ষে ৩১ মার্চ দীঘিনালা জোনের উদ্যোগে সম্প্রীতি বৈঠকে সকল রাজনৈতিক দলের মধ্যে মান-অভিমান ও ভুলবুঝাবুঝির অবসান হয়।

যার ফলে শনিবারে অন্যন্য হাটবারের জন্য পাহাড়িরা বিভিন্ন কৃষিজাত পণ্য নিয়ে বাজারে এসেছে। বাজারে ক্রয়বিক্রয়ও চলছে জমমাট।

কৃপাপুর থেকে আসা শান্তি দেবী চাকমা, বড়াদম থেকে কিরণ চাকমাসহ হাটে আসা পাহাড়িরা জানান, এতদিন আতঙ্কে তাঁরা হাটে আসেননি। বাজার বয়কট কর্মসূচী প্রত্যাহারে তাঁরা খুব খুশি। বায়ালখালী নতুন বাজার ব্যবস্থাাপনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম বলেন, পাহাড়ি ভাইদের সাথে আমাদের কোন ভুল বুঝাবুঝি নেই। সবাই মিলে ভ্রাতৃত্বের বন্ধনে আগে যেমন ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো। শনিবার আগের মতনই সাপ্তাহিক হাটবারে পাহাড়ি লোকজন এসেছে

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button