সাধারণ

ক্যাপশন : লামায় গাছ পড়ে নিহত ছাদেক।

লামা প্রতিনিধি।

লামায় গাছ পড়ে মোটর সাইকেল চালক সমিতির সভাপতি ছাদেক নিহত মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি বান্দরবানের লামা উপজেলায় নিজ বাগানের গাছ পড়ে লামা বাজার-মিশন সড়ক মোটর সাইকেল চালক সমিতির সভাপতি মো. ছাদেক (৩৫) নিহত হয়েছেন। বুধবার উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লাপাড়া এলাকাস্থ নিজ বাগানে গাছ কাটতে গেলে এ দুর্ঘটনা ঘটে। ছাদেক লামা পৌরসভা এলাকার নয়াপাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্বাস উদ্দিনের ছেলে। সূত্র জানায়, বুধবার দুপুর ১২টার দিকে ছাদেক শ্রমিক নিয়ে অংহ্লাপাড়া এলাকাস্থ নিজ বাগানের গাছ কাটতে যান। এ সময় অসতর্কতা বশত: গায়ের উপর একটি গাছ পড়লে গুরুতর আহত হয় ছাদেক। পরে স্থানীয়দের সহযোগিতায় শ্রমিকরা উদ্ধার করে কাছাকাছি মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পথে ছাদেক মারা যান। গাছ পড়ে মোটর সাইকেল চালক সমিতির সভাপতি মো. ছাদেক নিহত হওয়ার সত্যতা লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী নিশ্চিত করেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button