কোভিড-১৯-এর চিকিৎসা সেবায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ

সবুজ পাতা ডেস্ক :
খাগড়াছড়ি পার্বত্য জেলাকে কোভিড-১৯ এর বিপর্যয় থেকে মুক্ত ও নিরাপদ রাখতে শুরু থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সকলের আন্তরিক সহযোগিতায় কাজ করে যাচ্ছে। মাঠ পর্যায়ে সচেতনতমূলক প্রচারপত্র, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, বুথ স্থাপন, গণ পরিবহণে জীবাণুনাশক ছিটানোর কাজে সরাসরি অংশগ্রহণ, স্বেচ্ছাসেবী সংগঠনসমূহকে করোনা সচেতনতামূলক কাজে আর্থিক সহায়তা প্রদান, কোভিডের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণসহ স্বাস্থ্য বিভাগকে চাহিদা মাফিক পরিষদ তাৎক্ষনিক সহযোগিতা প্রদান করে আসছে। পরিষদ এ ধারা অব্যাহত রেখেছে। জেলায় করোনা রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে পরিষদ শুরু থেকে নিজস্ব তহবিল থেকে জেলা স্বাস্থ্য বিভাগের অনুকূলে নিন্মোক্ত সহযোগিতা প্রদান করেছে:
# করোনা প্রতিরোধে সম্মুখ যোদ্ধাদের সুরক্ষায় স্বাস্থ্য বিভাগের অনুকূলে ৫০০ পিস্ পিপিইসহ অন্যান্য সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে। (২৩ ফেব্্র রুয়ারি ২০২০)
# খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে তিন_পার্বত্য_জেলায় মধ্যে খাগড়াছড়ি জেলায়_প্রথম_সংযোজন হয়-High_Flow_Oxygen_Nasal_Cannula মেশিন (যা প্রতি মিনিটে ৭৫ লিটার পর্যন্ত অক্সিজেন সরবরাহ করতে সক্ষম)। (২০ জুন ২০২০ খ্রি.
এরপর ৪ জুলাই ২০২১ তারিখে আরও দুটি High_Flow_Oxygen_Nasal_Cannula মেশিন সংযোজনের জন্য সিভিল সার্জনের নিকট ৭ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।)
#১টি উচ্চ ক্ষমতা সম্পন্ন Oxygen Concentrator Machine প্রদান করা হয়। (০২জুলাই,২০২০ খ্রি.)
#৩০টি_বড়_অক্সিজেন_সিলিন্ডার (১৫০ ছোট সিলিন্ডারের সমান),
#১টি_হাইফ্লো_ন্যাজাল_ক্যানুলা ও #১টি_অক্সিজেন_কনসেন্ট্রেটর করা হয়। (১৬ জুলাই,২০২০ খ্রি.)
# করোনা রোগীসহ অন্যান্য সংকটাপন্ন রোগী পরিবহন নিশ্চিত করতে এম্বুলেন্সের চাকা ক্রয়ের জন্য ৮ম অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী ৫৩,০০০/-(তিপ্পান্ন হাজার টাকা) সিভিল সার্জনের নিকট প্রদান করেন। ( ২২ এপ্রিল ২০২০)
# খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ৮ম অন্তর্বর্তীকালীন পরিষদ সদস্য ও ৯ম অন্তর্বর্তীকালীন (বর্তমান) চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী খাগড়াছড়ি জেলাবাসীর জন্য ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। (৫জুন ২০২০)
# করোনা টিকা গ্রহণের পর অবজারভেশনে রাখা টিকা গ্রহণকারীদের ব্যবহারের জন্য ২২০ টি উন্নতমানের চেয়ার ও ৯টি টেবিল প্রদান করা হয়। (৪ ফেব্রুয়ারি ২০২১)
# করোনা মোকাবেলায় দৈনিক ভিত্তিক মজুরি ও আনুসাঙ্গিক ব্যয় নির্বাহের জন্য পরিষদ প্রতি মাসে আধুনিক জেলা সদর হাসপাতোলের অনুকূলে ২০ (বিশ) হাজার টাকা প্রদান করে আসছে ।
এ ছাড়াও পরিষদ চেয়ারম্যান মহোদয় স্বাস্থ্য বিভাগের সাথে নিয়মিত/জরুরি বৈঠক এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে আসছেন।
এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি সব ধরণের দুর্যোগ উত্তরণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সবসময় জেলাবাসী পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে বলে প্রত্যাশা সকলের।