সাধারণ

কৃষক লীগের ৪৭ তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন

 

আনোয়ার হোসেন : বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ১৯ এপ্রিল শুক্রবার খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আনুষ্ঠানিকতা।
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস এম ইউছুফ আলীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগ সভাপতি সৌরভ তালুকদার। উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড.আশুতোষ চাকমা, নবনির্বাচিত খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোকনেশ্বর ত্রিপুরা,সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, জেলা শ্রমিক লীগের সভাপতি জানু শিকদারসহ অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button