সাধারণ

কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

সবুজ পাতা ডেস্ক : খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলাধীন কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই রবিবার উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজের সভাপতি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং সভাপতিত্ব করেন কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শেখ শহিদুল ইসলাম, বোয়ালখালী সদর ইউপি চেয়ারম্যান চয়ণ বিকাশ চাকমা, দীঘিনালা ইউপি চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা, বাবুছড়া ইউপি চেয়ারম্যান সনতোষ জীবণ চাকমা প্রমূখ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আলোকিত মানুষ হিসেবে নিজেকে তৈরী করতে হলে অবশ্য শিক্ষা ছাড়া কোন বিকল্প নাই। তেমনি শিক্ষার পাশাপাশি নিজেকে সামাজিক ভাবে তৈরী করতে হবে। এলাকার এক জন মাদক সেবক থাকলে তাকে নিয়ে যেমন পুরো সমাজের মাথাব্যথা, তেমনি আশপাশে স্কুল ও কলেজ পড়–রা ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার ব্যঘাত ঘটায়। তোমরা স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে পদার্পন করেছ। শিক্ষা জীবন শেষে তোমরা দেশ ও সমাজের আলোকিত মানুষ হবে সেই প্রাত্যাশা করি’।

আলোচনা সভা শেষে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃক্তি প্রধান করা হয়।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button