সাধারণ

কুকিছড়া বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন

সবুজ পাতা ডেস্ক : ধর্মীয় রীতিতে গুইমারা উপজেলার কুকিছড়ায় অবৈধভাবে স্থাপিত ও পরে দূবৃত্ত কর্তৃক ভেঙে ফেলা জেতবন বৌদ্ধ বিহার ও মূর্তি পূণঃনির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাাপন করা হয়েছে।
২৭ অক্টোবর শনিবার সকালে ২নং হাফছড়ি ইউপির কুকিছড়ায় বৌদ্ধ বিহার পূণঃনির্মাণের লক্ষ্যে কুকিছড়া এলাকাবাসী ও বৌদ্ধ ধর্মীয় জ্যেষ্ঠ ভান্তের সাথে নিয়ে প্রশাসনের কর্মকর্তা ও সেনা অফিসার কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাাপন করা হয় ।
এসময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল নওরোজ নিকোশিয়ার, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, গুইমারা থানার ওসি মো: গিয়াস উদ্দিন, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই মারমা, ভিক্ষু জ্যাতিসারা সহ গ্রামবাসীরা উপস্থিাত ছিলেন।
এর আগে বিহারটি পূণঃনির্মাণ করে দেওয়া হবে প্রশাসনের এমন প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী ইট বালু, টিন, কাঠ পরিত্যাক্ত সেনা ক্যাম্প এলাকায় পৌঁছে দেওয়া হয়েছিল।
প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জ্যোতিসারা ভিক্ষু বলেন, ধর্মবিরোধীরা বৌদ্ধ মূর্তিসহ বিহার ভাঙচুর করেছে। সেনাপ্রশাসনকে নিয়ে যে সব মিথ্যা অপপ্রচার করেছে তা সকলের কাছে মিথ্যা প্রমানিত হয়েছে।
বৌদ্ধ মুর্তি ভেঙে ফেলার ঘটনায় সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিক ভাবে তিনি বিশ্বাসই করতে পারছেন না যে সেনাবাহিনীর নামে এত অপপ্রচার হয়েছে সে সেনাবাহিনী বিহারটি এত নান্দনিক ভাবে গড়ে দিচ্ছে। পাহাড়ে সেনাবাহিনীকে বাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা বা উন্নয়ন কখনো সম্ভব নয়।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button