সাধারণ

কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষে আবুল খায়ের নামের এক ব্যক্তি অবৈধভাবে ওই ভবন নির্মাণ করছিলেন। ভবনের ছাদে আজ সকালে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় তাঁদের কাছে থাকা একটি রড পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে উজ্জ্বল হোসেন ও ইমান আলী বিদ্যুৎপৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই উজ্জ্বলের মৃত্যু হয়। অন্য শ্রমিকেরা গুরুতর আহত অবস্থায় ইমান আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হাসান বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনায় আহত আরেক শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে ওই ভবনের মালিক আবুল খায়ের গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button