সাধারণ

কাপ্তাইয়ে মাস্কবিহীন পথচারীকে গুনতে হলো জরিমানা

অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-

কাপ্তাইয়ে করোনা সংক্রমন ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান আরো জোরদার করেছে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় ২৬ জানুয়ারী বুধবার বড়ইছড়ি সাপ্তাহিক হাটে ভ্রাম্যমানের অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। এইসময় বাংলাদেশ দন্ডবিধি আইনের ২৬৯ ধারায় মাস্কবিহীন চলাচলের অপরাধে ১৩ জন পথচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ৬ শত ৫০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালীন সময়ে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম সহ কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button