কাপ্তাইয়ে ইয়াবাসহ আটক ১

কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবককে ২২ জানুয়ারী ( শনিবার) আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম বীরউত্তম ত্রিপুরা নিলয় (২৪) বাড়ী রাঙামাটি সদরের গর্জনতলী এলাকায়। বর্তমানে সে তার বাবার কর্মস্থল কাপ্তাইয়ের বড়ইছড়ি হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার এসআই মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান এলাকার জারুল বাগান সংলগ্ন কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ব্রীজের উপর থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কাপ্তাই থানার ওসি কাজী জসিম উদ্দিন জানান, আটককৃত যুবক দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন এবং বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটক আসামীকে রবিবার সকালে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।