সাধারণ

করোনা মহামারিতে অনলাইনে শিক্ষায় বিশেষ অবদান রাখায় এ্যাম্বসেডরদের সংবর্ধনা

প্রতিনিধি : কোভিড-১৯ করোনাকালীন বৈশ্বিক মহামারির সময়ে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষা বঞ্চিত হচ্ছিল ছেলে-মেয়েরা ঠিক তখনি এগিয়ে আসে কিছু শিক্ষক। সেরা কন্টেই নির্মাতা ও এ্যাম্বাসেডররা অনলাইনে ক্লাশ নিতে শুরু করেন। করোনা যুদ্ধে ঘরমুখি না হয়ে শিক্ষামুখি মনোভাব নিয়ে ঘরে বসেই অনলাইনে চালিয়ে যান শিক্ষা কার্যক্রম। শিক্ষকতার মহান পেশায় থেকে যারা কোমলমতি শিশুদের অনলাইনে শিক্ষা দিয়েছেন তাদের মধ্য হতে ২৩জন এ্যাম্বাসেডরকে সংবর্ধনা দিয়েছে খাগড়ছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিস। ৩০ জানুয়ারি শনিবার খাগড়াছড়ি জেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের হাতে সনদ ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক জেলা এ্যাম্বাসেডর ও সেরা কন্টেইন নির্মাতা রুপা মল্লিক রুপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন। সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদ সদস্য খগেনেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পিটিআই সুপার প্রতিনিধি কায়সার হামিদ, লক্ষ্মীছড়ি উপজেলা শিক্ষা অফিসার শুভাশীষ বড়ুয়া, সদর উপজেলা শিক্ষা অফিসার সুপায়ন খিসা, খাগড়াছড়ি আইসিটিফোরই জেলা এ্যাম্বাসেডর সভাপতি মোঃ পরশ মামুদ, খাগড়াছড়ি আইসিটিফোরই জেলা এ্যাম্বাসেডর সহ-সভাপতি আশা প্রিয় ত্রিপুরা, সহকারি শিক্ষক রোমানা আফরোজ, সদর ইউ আর সি ইন্সট্রাক্টর রিন্টু চাকমা প্রমুখ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button