সাধারণ

করোনা প্রতিরোধে জন সচেতনতার বিকল্প নেই ———সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা

 

আনোয়ার হোসেন : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক খাগড়াছড়ি পৌর এলাকায় কোভিড -১৯ মহামারী উত্তরণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়। ২৭ জুলাই সোমবার খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা । সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাজেপ সদস্য নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা, মংসুইপ্রু চৌধুরী অপু, পার্থ ত্রিপুরা জুয়েল, খোকনেশ^র ত্রিপুরা, রামগড় পৌর মেয়র কাজী রিপন,র ামগড় উপজেলা চেয়ারম্যান বিশ^ প্রদীপ ত্রিপুরাসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, করোনা মোকাবেলায় জন সচেতনতার কোন বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলা করতে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। বিভিন্ন প্রকল্প বাদ দিয়ে করোনায় যেন কোন মানুষ অভুক্ত না থাকে সে লক্ষ নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। বিষয়টি মাথায় রেখে সকলকে করোনা মোকাবেলায় আরো সচেতন হতে হবে। পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে করোনাকে পরাজিত করতে হবে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button