মহেশখালী টু কক্সবাজার সেতু নির্মাণের দাবীতে মৌন মিছিল ও মানববন্ধন

সরওয়ার কামাল, মহেশখালী ঃ
মহেশখালী টু কক্সবাজার সেতু নির্মাণের দাবীতে মৌন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মহেশখালী উন্নয়ন পরিষদ ও সেতু চাই আন্দোলন মহেশখালীর যৌথ উদ্যোগে ২৯ সেপ্টেম্বর বিকাল ২টায় মহেশখালী উপজেলা পরিষদ সংলগ্ন ঐতিহাসিক বটতলা হতে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করে। মৌন মিছিলত্তোর মানববন্ধন ঐতিহাসিক বটতলায় অনুষ্ঠিত হয়। মহেশখালী উন্নয়ন পরিষদের সভাপতি মাওলানা জে এইচ এম ইউনুছ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মহেশখালী পৌরসভার সাবেক প্রশাসক এম আজিজুর রহমান বিএ, প্রধান বক্তার বক্তব্য রাখেন মহেশখালী প্রেসক্লাবের সভাপতি ও সেতু চাই আন্দোলন মহেশখালীর টিম লিডার মাহাবুব রোকন। মহেশখালী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ফরিদুল আলম দেওয়ান ও মহেশখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর পারভেজ এর সঞ্চালনায় এই সময় আরো বক্তব্য রাখেন বৃহত্তর গোরকঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামশুল আলম, মহেশখালী দুর্নীতি দমন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ড: মোহাম্মদ ফিরোজ খাঁন, মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম বিএ, বর্ষিয়ান রাজনীতিবিদ ও মহেশখালী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র পূর্ণ চন্দ্র দে, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব সাজেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক এহসানুল করিম, সাবেক ছাত্রনেতা ও উপজেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি আব্দুস ছালাম বাঙালী, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম, ইমামদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আইয়ুবুর রহমান, ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন সজিব।