প্রতিনিধি : কক্সবাজার জেলায় বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষে করণীয় নির্ধারণের জন্য কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড খাগড়াছড়ি জেলা শাখা এক আলোচনা সভার আয়োজন করেছে। শনিবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভায় বক্তারা মানবিক কারণে কক্সবাজার জেলার বন্যার্তদের পাশে দাঁড়ানো প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন। এ লক্ষ্যে যথাশীঘ্র সম্ভব পদক্ষেপ গ্রহণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক অংচিংনু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি পাঞ ঞা জ্যোতি ভিক্ষু, সহ সভাপতি সুবোধ কুমার চাকমা, সাধারন সম্পাদক চাইথোয়াই অং মারমা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা প্রমুখ
আপনার মতামত লিখুন :