সাধারণ

কক্সবাজার উওর বন বিভাগ সাঁড়াশি অভিযানে কাঠ ভর্তি ডাম্পার গাড়ি জব্দ

ফরিদুল আলম রনি, কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের নয়াপাড়ায় এলাকায় অভিযান চালিয়ে আকাশমনি কাঠ ভর্তি একটি ডাম্পার গাড়ি (চট্রমেট্রো ম ২১৭৩) জব্দ করেছে বন বিভাগ। শনিবার (৮জানুয়ারী) বিকেলে চকরিয়া উপজেলার খুটাখালী নয়াপাড়া (চট্টগ্রাম-কক্সবাজার) মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস অভিযানে নেতৃত্ব দেন এবং কাঠ ভর্তি গাড়ি জব্দের সত্যতা নিশ্চিত করেন। এ সময় সাথে ছিলেন ফুলছড়ি রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুলসহ বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী, বনজায়গীরদারসহ স্থানীয়রা। অভিযানে নেতৃত্ব দেওয়া ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে এবং তাদেরই দিক-নির্দেশনায় সাঁড়াশি অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াপাড়া এলাকা থেকে কাঠ ভর্তি একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়। তিনি আরও বলেন, কাঠ ভর্তি ডাম্পার গাড়ি আটক করার বিষয়ে বনবিভাগ থেকে পিওআর মামলা দায়ের করা হবে। অপরাধীদের ব্যাপারে কোন ধরণের ছাড় দেয়া হবেনা।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button