এমএন লারমার ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিনিধি॥ খাগড়াছড়িতে এমএন লারমার ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
১০ নভেম্বর শনিবার সকালে খাগড়াছড়ি মহাজন পাড়া দলীয় কার্যালয়ে ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রভাত ফেরী শেষে ফুল দিয়ে (জেএসএস) এমএন লারমার স্মৃতি ভাস্কর্য্যে শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেএসএস এমএন লারমা দলের কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক বিষয়ক সম্পাদক বিভু রঞ্জন চাকমা । সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) লারমা সমর্থিত কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি প্রফুল্ল কুমার চাকমা। সঞ্চালনায় ছিলেন তুষার চাকমা। উপস্থিাত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা, শরণার্থী কল্যাণ সমিতির সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, স্থাানীয় মুরুব্বি-রবি শঙ্কর তালুকদার, কেন্দ্রীয় যুব সমিতির সংগঠনিক সম্পাদক দীপু চাকমা,পিসিপির কেন্দ্রীয় নেতা সুমেধ চাকমা, খাগড়াছড়ি জেলা জেএসএস সভাপতি অরাধ্যা পাল খীসা, সাধারণ সম্পাদক সিন্ধু কুমার চাকমা প্রমূখ।
স্মরণসভায় উপস্থিাত নেতাকর্মীরা বলেন, ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে পার্বত্য চুক্তি বাস্তবায়নে স্বোচ্ছার হতে হবে। রাষ্ট্রদ্রোহী ইউপিডিএফকে আইন করে নিষিদ্ধ করার দাবী জানাই। জুম্ম জাতিকে নিয়ে ষড়যন্ত্রকারীদের ভিন্ন নামে পরিচিতি ঘোষনারও আহবান জানাই। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষের পর পার্বত্য চুক্তি হলেও তা এখনো সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি’। চুক্তিবাস্তবায়নে সকলকে আরো আন্তরিক হওয়ার দাবী জানিয়ে বক্তরা এমএন লারমার স্মৃতি চারণ করে পাহাড়ের বিভিন্ন সময়ে এমএন লারমার অবদানের কথা তুলে ধরে বাংলাদেশের সংবিধানে স্বীকৃত পার্বত্য জেলায় বসবাসকারী নৃ-গোষ্ঠির অধিকার বাস্তবায়নের দাবী জানানো হয়।
স্মরণ সভা শেষে মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্কুল কলেজের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে এমএন লারমার আত্মার শান্তি কামনা ও স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়ানোর কর্মসূচীর আয়োজন করা হয়।
অপরদিকে মহালছড়ি উপজেলার মুবাছড়ি এলাকায় ধনপুদি বাজার থেকে শোক র্যালী শুরু হয়ে খুলারাম পাড়া উ”চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে এম এন লারমা’র অস্থাায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পন, কালোব্যাজ ধারণ, এম এন লারমা’র আত্মার শান্তি কামনার্থে ধর্মীয় অনুষ্ঠান ও শোক সভা অনুষ্ঠিত হয়। শোকসভায় প্রিয় কুমার চাকমা’র সঞ্চালনায় জনসংহতি সমিতির মহালছড়ি থানার সভাপতি নীল রঞ্জন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন, জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন, জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য থুইলাঅং মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোনারতন চাকমা, সাবেক মাইসছড়ি ইউপি চেয়ারম্যান শান্তশীল চাকমা, মুবাছড়ি মৌজার হেডম্যান খ্যাচিং চৌধুরী। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সন্তোষ ময় চাকমা, ও পাহাড়ি ছাত্র পরিষদ এর সুভাষ চাকমা প্রমূখ। শোক প্রস্তাব পাঠ করেন জেএসএস মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সন্তোষ ময় চাকমা। এ কর্মসূচীতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও আকাশ বাতি উত্তোলন করা হয়। আলোচনার শুরুতেই শহীদের আত্মার শান্তি কামনার্থে ১ মিনিট নিরবতা পালন করা হয়।