সাধারণ

এনজিওর গাড়ির চাপায় সিএনজি চালক সহ নিহত-২

 ফরিদুল আলম রনি, রামু প্রতিনিধি : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে ডাব্লিউ এফপি এনজিওর মিনি পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ সদরের লম্বরী এলাকার মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন মধ্যে একজন সিএনজি চালক ও একজন যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ইসমাইল নামের এক প্রত্যক্ষদর্শী জানান,নিহতরা হলেন সাবরাং নয়াপাড়ার জমির আহমদ এর ছেলে সিএনজি ড্রাইভার মোঃ সাদেক ও জালিয়াপাড়ার মাহফুজা। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর শুনার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button