এনজিওর গাড়ির চাপায় সিএনজি চালক সহ নিহত-২

ফরিদুল আলম রনি, রামু প্রতিনিধি : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে ডাব্লিউ এফপি এনজিওর মিনি পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ সদরের লম্বরী এলাকার মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন মধ্যে একজন সিএনজি চালক ও একজন যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ইসমাইল নামের এক প্রত্যক্ষদর্শী জানান,নিহতরা হলেন সাবরাং নয়াপাড়ার জমির আহমদ এর ছেলে সিএনজি ড্রাইভার মোঃ সাদেক ও জালিয়াপাড়ার মাহফুজা। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর শুনার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।