সাধারণ
এতিমদের সম্মানে জুনাব আলী ফাউন্ডেশনের ইফতার মাহফিল
সংবাদদাতাঃ খাগড়াছড়িতে জুনাব আলী ফাউন্ডেশনের উদ্যোগে জেলা সদরের পাশ্ববর্তী এলাকায় অবস্থিাত বিভিন্ন এতিমখানার অসহায় এতিমদের নিয়ে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে। ২৪ রমজান রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী কার্যালয়ে এ আয়োজন করা হয়।
এ সময় মোঃ শাহজাহান এর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী এড.এয়াকুব আলী চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জজ কোর্টের আইনজীবী এড. নুর উল্লাহ হিরু, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা ইব্রাহিম মনির, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদ, সাংবাদিক মোঃ ইব্রাহিম শেষ প্রমূখ । এছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিাত ছিলেন।