উৎসবমুখর পরিবেশে মহালছড়িতে সরস্বতী পূজা উদযাপন


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৩, ২০২৫, ৬:৫১ অপরাহ্ন /
উৎসবমুখর পরিবেশে মহালছড়িতে সরস্বতী পূজা উদযাপন

 

মিল্টন চাকমা কলিন : সারাদেশের মতো খাগড়াছড়ির মহালছড়িতেও ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি সোমবার উপজেলার কালী মন্দির, মাস্টারপাড়া, মহালছড়ি সরকারি স্কুল ও সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী পূজামণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হয়।

সকালেই পূজা-অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মাধ্যমে পূজা সম্পন্ন হয়। পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপ বর্ণিল সাজে সজ্জিত করা হয়। শিক্ষার্থীরা এ পূজাকে শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা হিসেবে নয়, বরং জ্ঞান ও বিদ্যার প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি মহৎ উপলক্ষ হিসেবে মনে করেন।

এছাড়া, পূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের নেতৃত্বে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। পাশাপাশি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।