প্রতিনিধি : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়ির উত্তর খবংপড়িয়া দশবল বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা পালন করেছেন পুণ্যার্থীরা। সোমবার এলাকার ধর্মপ্রাণ দায়ক দায়িকাদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠানাদি সম্পন্ন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে একটি স্বদ্ধর্ম সভার আয়োজন করে বিহার পরিচালনা কমিটি। এসময় প্রধান ধর্মদেশক হিসেবে দেশনা দেন বিহারাধক্ষ্য অগ্রজ্যোতি মহাস্থবির।
স্বদ্ধর্ম সভায় আগামী ১৯ ও ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান সর্বতোভাবে সহযোগিতার মাধ্যমে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান বক্তারা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিহার পরিচালনা কমিটির সভাপতি জ্ঞান বিকাশ চাকমা (কার্রারী), পৌর কমিশনার অতীশ চাকমা, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের কেন্দ্রীয় সমন্বয়ক অংচিংনু মারমা, খাগড়াছড়ি জেলা কমিটির সহ সভাপতি সুবোধ কুমার চাকমা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা প্রমুখ।
উল্লেখ্য, অনিবার্য কারণবশত ইতিপূর্বে গৃহীত ১৮ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখে কঠিন চীবর দান অনুষ্ঠানের সিদ্ধান্ত পরিবর্তন করে ১৯-২০ অক্টোবর নির্ধারণ করা হয়।
আপনার মতামত লিখুন :