সাধারণ
উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম মজুমদার বদলিতে মহেশখালী

নিজস্ব প্রতিবেদক,উখিয়া(কক্সবাজার)থেকে
কক্সবাজারের উখিয়ার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল ইসলাম মজুমদারকে মহেশখালী থানায় বদলী করা হয়েছে। ইতিমধ্যে তিনি মহেশখালী থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেছেন বলে মুঠোফোনে নিশ্চিত করেছেন।
এসময় মজুমদার বলেন, দীর্ঘ ২১ মাস যতটুকু সম্ভব নিরপেক্ষতায় থেকে দায়িত্ব পালন করতে চেষ্টা করেছি। সকল শ্রেণী পেশার মানুষের সাথে আমার সুসম্পর্ক ছিল। চাকরি যেহেতু করতে হবে, বদলী অবশ্যই মেনে নিতে হবে। যেখানে যায় না কেন উখিয়ার মানুষের কথা সব সময় মিস করবো। তবে আনুষ্ঠানিক বদলী এখনো বাকী রয়েছে বলে তিনি জানান।