সাধারণ

উখিয়া-টেকনাফের দুই ইয়াবা কারবারি আটক

 

নিজস্ব প্রতিবেদক,উখিয়া,কক্সবাজার : চট্টগ্রামের পটিয়া থানা এলাকার কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম গামী মার্ছা গাড়ি তল্লাশী করে ৩ হাজার ৫ শত পিস ইয়াবাসহ উখিয়া ও টেকনাফ উপজেলার ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পটিয়া শাখার অভিযানিক দল।

৯ নভেম্বর সোমবার সকাল ১০ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের চট্টগ্রাম খ-সার্কেল পটিয়া শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার এন জে উচ্চ বিদ্যালয় এবং মোজাফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশনের বিপরীত পার্শ্বে চট্টগ্রাম গামী মার্ছা গাড়িতে থাকা ২ যাত্রীর দেহ তল্লাশী করে ৩ হাজার ৫ শত পিস ইয়াবা উদ্ধার সহ তাদের আটক করা হয়। আটককৃত মোঃ ফাইসেল (২১)পিতা- মৃত সাব্বির আহমদ, মাতা- হাসিনা খাতুন, সাং-শাহ মিস্ত্রি পাড়া, ৯ নং ওয়ার্ড, শাহপরীর দ্বীপ, টেকনাফ-কক্সবাজারের বাসিন্দার নিকট থেকে ২৫ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। মুহাম্মদ ইদ্রিস (৪০)পিতাঃ সোলতান আহমদ, মাতা- আজম বাহার, সাং- নলবানিয়া,৮ নং ওয়ার্ড, পালংখালী, উখিয়া-কক্সবাজারের বাসিন্দার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক হুমায়ূন কবির খন্দকার জানান,আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পটিয়া থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে। তাঁরা দীর্ঘদিন যাবত ইয়াবা পাচার করছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button