সাধারণ

উখিয়ায় ১৪ এপিবিএন’র পৃথক অভিযানে ৫ হাজার পিস ইয়াবা নিয়ে নারীসহ আটক-৪

 

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৪এপিবিএন পুলিশের পৃথক অভিযানে ৫ হাজার পিস ইয়াবা নিয়ে এক স্থানীয় নারীসহ ৪ জন মাদক কারবারি আটক হয়েছে। ৭ মার্চ সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ১৪ এপিবিএন’র অধিনায়ক এসপি মোঃ নাইমুল হক পিপিএম বলেন,৬ মার্চ আড়াইটায় ১৪ এপিবিএন’র কুতুপালং ক্যাম্প পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের প্রবেশমুখের এপিবিএন চেকপোস্টের সামনে এস আই মাফরোজা খানম এবং নারী পুলিশের সহায়তায় তল্লাশী কার্যক্রম পরিচালনা করে পারভীন আক্তার (৩২) কে আটক করে তার হেফাজত থেকে ৪ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।সে রামু উপজেলার ঈদগড়ের কুদ্দুস মিয়ার জুম এলাকার হামিদ হোসেনের স্ত্রী।একইদিন মধুর ছড়া ক্যাম্প পুলিশের একটি দল অভিযান চালিয়ে মধুরছড়া পুলিশ ক্যাম্পের আওতাভুক্ত ক্যাম্প-৪, ব্লক-বি-১৮’র স্কাস লার্নিং সেন্টারের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে মোঃ নজরুল (২২), পিতা-মোঃ নূর ইসলাম, মাতা- মোহসেনা বেগম, স্ত্রী-ফাতেমা খাতুন,এফসিএন নং-২৭১১০৭, ব্লক-এ-৬, ক্যাম্প-১ওয়েষ্ট ও আমান উল্লাহ (৩২), পিতা-আলী আহম্মদ, মাতা-শহর বানু,এফসিএন নং-৪৫০৫৫৬, ব্লক-৫১, ক্যাম্প-১৮ কে আটক করে তাদের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইদিন মধুর ছড়া ক্যাম্প পুলিশের আরেকটি দল অভিযান পরিচালনা করে জানে আলম (২২), পিতা-মৃত খায়রুল ইসলাম, মাতা-মৃত তৈয়বা খাতুন, এফসিএন নং-২৯৭৯৩৭, ব্লক-বি-১৮, ক্যাম্প-৪ কে আটক করে তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে পৃথক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন,১৪ এপিবিএন’র অধিনায়ক পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button