সাধারণ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বন্দীদশা থেকে ময়মনসিংহের যুবক উদ্ধার

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৬ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে ময়মনসিংহের এক যুবক কে বন্দীদশা থেকে উদ্ধার করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন।৫ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় এপিবিএন’র একটি ভ্রাম্যমাণ টীম গোপন সংবাদের ভিত্তিতে ৬ নং ক্যাম্পের সি-১৩ ব্লকের সাব মাঝি বেলাল ও হেডমাঝি হারেজের অধীনস্থ রোহিঙ্গা ছৈয়দ নুরের বস্তির ঘর থেকে উক্ত যুবক কে উদ্ধার করা হয়। উদ্ধার করা যুবক মিজানুর রহমান(২৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মাঝির ঘাট এলাকার আবদুল মান্নান ও সালমা খাতুন দম্পতির ছেলে। জিজ্ঞাসাবাদে সে জানায়,গত ৫/৬ দিন পূর্বে নাইম নামের এক বন্ধু চট্টগ্রাম থেকে তাকে রোহিঙ্গা ক্যাম্প দেখতে নিয়ে আসে।কিন্তু তাকে জমা দিয়ে নাইম ইয়াবা নিয়ে গেছে বলে পরে জানতে পেরেছি। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন)অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক জানান,উদ্ধার করা যুবক বাঙালী, তাকে আপাতত পুলিশী হেফাজতে রয়েছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button