সাধারণ

উখিয়ায় গোয়েন্দা সংস্থার তৎপরতায় ৪ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

 

শ.ম.গফুর :  কক্সবাজারের উখিয়ার বালুখালী শরণার্থী শিবির থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটের সময় উখিয়া থানার ফোর্সের সহযোগীতায় এনএসআই এর একটি টিম বালুখালীর ক্যাম্প-৯ এর জি-২ ব্লকের সামনে থেকে অভিযান চালিয়ে ইয়াবাসহ  ঐ মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মো আইয়ুব আলী(২৩) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ই, বি১৮ ব্লকের মৃত নুর মোহাম্মদের ছেলে বলে নিশ্চিত করেছেন এনএসআই’র যুগ্ন-পরিচালক কক্সবাজার (দক্ষিণ)। তিনি জানান, আটক আসামি মো আইয়ুব আলীকে জিজ্ঞাসাবাদকালে ইয়াবা পাচারে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। ৪ হাজার পিস ইয়াবা বিক্রি করার উদ্দেশ্যে যাওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উখিয়া থানার ওসি বলেন, ইয়াবাসহ আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করেেআদালতে পাঠানো হবে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button