সাধারণ

উখিয়ায় এক ভুয়া ডাক্তার আটক!

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ

মিথ্যা পদ-পদবী পরিচয় ধারণ করে প্রতারণাপূর্বক চিকিৎসা কার্যক্রম পরিচালনার অপরাধে একজন ভূয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। গ্রেফতারকৃত হলেন মো.নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ ইসমাইল (৪১)।শনিবার ২২ জানুয়ারী বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো.আবু সালাম চৌধুরী এ তথ্য জানান।এসময় তিনি জানান, উখিয়ার কোর্ট বাজারস্থ জমজম মার্কেটের ২য় তলায় দন্ত চিকিৎসা কেন্দ্র নামীয় চেম্বারে প্রকৃত ডাক্তার না হয়েও একজন স্বীকৃত ডাক্তার পরিচয়ে বিভিন্ন রোগীদের চিকিৎসা প্রদান করে আসছিল সে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে র‍্যাব-১৫’র এক আভিযানিক দল উক্ত চেম্বারে হাজির হয়ে ডাক্তারি পাশ সংক্রান্ত সনদপত্র চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। আভিযানিক দল দন্ত ডাক্তার হিসেবে মিথ্যা উপাধি ধারণকারী বর্ণিত ব্যক্তিকে আটক করে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button