সাধারণ
উখিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের ৬ মাসের সাজা

শ.ম.গফুর,উখিয়া : কক্সবাজারের উখিয়ার সরকারি খাল হতে অবৈধভাবে বালু উত্তোলন করায় উখিয়ায় ১ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
উখিয়ার ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিকারুজ্জামান ২৫ জুলাই মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১১ ধারার অপরাধে (১৫) ১ ধারামতে এ সাজা প্রদান করেন। কারাদন্ডাদেশ প্রাপ্ত ব্যক্তি হলো উখিয়ার কোর্টবাজারের মনু বড়ুয়ার পুত্র ইমপেল বড়ুয়া (২৭)।
ইজারা ব্যতীত বালু উত্তোলন না করতে এবং ইজারাকৃত বালিমহাল থেকে সরকারি নিয়ম মেনে বালি উত্তোলন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।