সাধারণ

উখিয়ার শফি উল্লাহ কাটা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডঃ নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর ৮টি ইউনিট

 শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ
কক্সবাজারের উখিয়ার ১৬ নং শফি উল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুনের লেলিহান শিখা চতুর্রদিকে মুহুর্তেই ছড়িয়ে পড়ে।আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।কিভাবে আগুনের সুত্রপাত তা তাৎক্ষণিক জানা যায়নি।স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ধারণা কোন গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হতে পারে।আগুনে অন্তত তিন শতাধিক বস্তিঘর পুড়েছে।এ সংখ্যা বাড়তে পারে।পাশাপাশি বিভিন্ন এনজিও’র সেবা কেন্দ্রও পুড়েছে।রোববার (৯জানুয়ারি) বিকেল ৫টারদিকে এই আগুনের সুত্রপাত। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।তিনি জানান, ১৬ নং ক্যাম্পের জি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। এখনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ সংবাদ লিখাকালিন সময়(সাড়ে ৭টা) পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস স্টেশনের ৮ টি ইউনিটের পাশাপাশি আর্মড পুলিশ,ক্যাম্প প্রশাসন, উখিয়া উপজেলা প্রশাসন ছাড়াও স্থানীয়রা কাজ করছে।ঘটনাস্থলে সরকারের তরফ থেকে বিভিন্ন স্তরের কর্মকর্তারা রয়েছেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button