উখিয়ার শফি উল্লাহ কাটা ক্যাম্পে ভয়াবহ আগুন ৬’শ বস্তিঘর পুড়ে ছাঁই

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ
কক্সবাজারের উখিয়ার ১৬ নং শফি উল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুনের লেলিহান শিখা চতুর্রদিকে মুহুর্তেই ছড়িয়ে পড়ে।আগুন নিয়ন্ত্রণে কাজ করেন উখিয়া ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।কিভাবে আগুনের সুত্রপাত তা তাৎক্ষণিক জানা যায়নি।স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ধারণা কোন গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হতে পারে।আগুনে অন্তত ৬ শতাধিক বস্তিঘর পুড়েছে।এ সংখ্যা বাড়তে পারে।পাশাপাশি বিভিন্ন এনজিও’র সেবা কেন্দ্রও পুড়েছে।রোববার (৯জানুয়ারি) বিকেল ৫টারদিকে এই আগুনের সুত্রপাত।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।তিনি জানান, ১৬ নং ক্যাম্পের বি ও সি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস স্টেশনের ৮ টি ইউনিটের পাশাপাশি আর্মড পুলিশ,ক্যাম্প প্রশাসন, উখিয়া উপজেলা প্রশাসন ছাড়াও স্থানীয়রা কাজ করেন।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি নাইমুল হক আরোও জানান,১৪ এপিবিএন’র প্রায় ৫০ জন অফিসার নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নিই। অনুসুনদ্ধানে জানতে পারি ১৬ নং ক্যাম্পের ইলিয়াছ মাঝি ও আবু সৈয়দ মাঝির ঘর থেকে রান্না করার সময় আগুনের সুত্রপাত। এমনটি ধারণা করা হচ্ছে।আগুণে অন্তত ৬ শতাধিক বস্তিঘর পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারদের আজ রাতে ক্যাম্পের বিভিন্ন স্কুল মসজিদ এবং মাদ্রাসায় থাকতে দেয়া হবে। রাতে শুকনো খাবার দেয়া হবে। আগামীকাল থেকে রান্না করা খাবার পরিবেশন করা হবে।