সাধারণ

উখিয়ার ফলিয়াপাড়ার জাহাঙ্গীর ইয়াবাসহ আটক

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ

কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার হোটেল শাহ মজিদিয়া’র সামনে থেকে ২হাজার ৬০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) কক্সবাজার। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি দল অভিযান পরিচালনা করেন। সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিনের তত্ত্বাবধানে পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টীম উখিয়ার কোর্টবাজারে অভিযান চালিয়ে শাহ মজিদিয়া হোটেল এন্ড রেস্তোরেন্টের সামনে রাস্তা থেকে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।এসময় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ২ হাজার ৬০০পিস ইয়াবা উদ্বার করা হয়। ধৃত জাহাঙ্গীর আলম(৩৪)উখিয়ার রাজাপালং ইউপির ৬ নং ওয়ার্ডের হাজির পাড়ার মৃত আব্দুল মজিদের পুত্র। এ সংক্রান্তে উখিয়া থানায় মামলা দায়ের করেছে বলে সহকারী পরিচালক মুহাম্মদ রুহুল আমিন সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button