উখিয়ার ক্যাম্প থেকে ডাকাত,আরসা সদস্যসহ আটক-১২ ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে দেশীয় অস্ত্র নিয়ে ৫ রোহিঙ্গা ডাকাত সহ বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন রোহিঙ্গা দুষ্কৃতকারী ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের হাতে আটক হয়েছে।এসময় ৫ ডাকাতের নিকট থেকে বাটসহ ৪টি লম্বা ধারালো রাম দা উদ্ধার করা হয়েছে।
৩০ জানুয়ারী দিবাগত রাত পৌনে ১২ টারদিকে
এফডিএমএন ক্যাম্প-১৭’র মেইন ব্লক-এ, সাব ব্লক-এইচ-৯৬’র দারুস সালাম মসজিদের পশ্চিম-দক্ষিণ পাশ সংলগ্ন স্থান থেকে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের সদস্যরা দেশীয়,ধারালো অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত কে আটক করতে সক্ষম হয়।
ধৃত ডাকাতরা হলো, আব্দুল জব্বার (৪৪) পিতা-আলী হোছন, ক্যাম্প-১৭, প্রধান ব্লক-বি, সাব ব্লক-এইচ-৯৮, এফসিএন-২৮১১৮০,মোঃ রফিক (২৩) পিতা-আব্দুল কাদের, ক্যাম্প-১৭, প্রধান ব্লক-সি, সাব ব্লক-এইচ-৭৮, এফসিএন-৪৫০৭৬২, মোহাম্মদ সৈয়দ(২০) পিতা-বাদশা মিয়া, মাতা-আঞ্জুমান, ক্যাম্প-৭, ব্লক-এফ-২, এফসিএন-১৪২৪৪৪,আজিজুর রহমান(২৫) পিতা-মফিজুর রহমান, মাতা-সামজিদা বেগম, ক্যাম্প-৭, ব্লক-ডি-২, এফসিএন-৩০৪২৮৯ এবং মোঃ তৈয়ব(৩২) পিতা-মতিউর রহমান, মাতা-মাহমুদা খাতুন, ক্যাম্প-৭, ব্লক-জি-৬, এফসিএন-১৪২৮৬৭।ধৃতদের হেফাজতে রাখা বিভিন্ন সাইজের বাটসহ ৪টি লম্বা রামদা উদ্ধার করা হয়।
অপরদিকে একইদিন ও রাতে কথিত ৩ আরসা সদস্য সহ আরোও ৭ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়।ধৃত ৩ আরসা সদস্য সহ ৪জনের হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবা ও একপোয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।ধৃতদের মধ্যে একজন ধর্ষণ মামলার আসামী রয়েছে।২ জনকে কাগজপত্র বিহীন সিএনজি সহ আটক করে উখিয়ায় শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ীতে সোপর্দ করা হয়েছে।
এ সংক্রান্তে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে ৩১ জানুয়ারী সকাল ১১ টায় এসব তথ্য নিশ্চিত করেন ১৪ এপিবিএন’র অধিনায়ক এসপি মোঃ নাইমুল হক।