সাধারণ
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ফাতেমা গাঁজা সহ আটক

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ
কক্সবাজারের উখিয়া লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মহিলা মাদককারবারীকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃত ফাতেমা বেগম রেজিস্টার্ড ক্যাম্পের কাল্লু মিয়ার মেয়ে এবং আব্দুর রহমানের স্ত্রী বলে জানা গেছে। সোমবার ( ২০ ডিসেম্বর) বিকালে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এফ ব্লকের ২১ নং শেড থেকে তাকে আটক করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এক মহিলা মাদককারবারী মাদক ক্রয় বিক্রয়ের জন্য রেজিস্টার্ড ক্যাম্পে অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএনের সদস্যরা অভিযান চালিয়ে তাকে হাতে নাতে পাওয়া বিপুল পরিমাণ গাঁজাসহ তাক আটক করে। বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।