সাধারণ

উখিয়ার ইউএনও’র অভিযানে মাটিভর্তি ডাম্প ট্রাক জব্দ

 

নিজস্ব প্রতিবেদক,উখিয়া :উখিয়া পাহাড় কেটে মাটি পাচার কালে প্রায় চার-পাঁচ কিলোমিটার ধাওয়া করে একটি ডাম্পার আটক করেছে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, শনিবার ছুটির শীতের সকাল। এই সুযোগে হয়তো নিশ্চিন্তেই পাহাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছিলো। কিন্তু খবর পেয়ে অভিযানে নামি আমরা। হিজলিয়ায় অভিযানে হাতেনাতে ধরা পড়তে হলো। তবে সিগনাল দিলাম, থামলো না। প্রায় চার-পাচ কিলোমিটার ধাওয়া করে হরিণমারা থেকে অবশেষে ডাম্পারটি ধরা গেলো। কিন্তু চালক ও হেলপার কৌশলে পালিয়েছে। আটক ডাম্পার মালিক, চালক ও হেলপারসহ পাহাড় কাটার সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে । জেলার অন্যান্য স্থানের মতো উখিয়ায়ও আশঙ্কাজনক হারে পাহাড় কাটা হচ্ছে। রোহিঙ্গাদের জন্য পাহাড় কাটা এই সুযোগে স্থানীয় অসাধু চক্রও নির্বিচারে পাহাড় কেটে সাবাড় করছে। সম্প্রতি পাহাড় কাটার হার মাত্রাতিরিক্ত বেড়েছে। এতে উখিয়ার পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। তাই প্রশাসন পাহাড় খেকোঁদের প্রতিরোধ মাঠে নেমেছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button