সাধারণ

মহালছড়ি উপজেলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

রিপন ওঝা :ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংক  মহালছড়ি উপজেলা শাখার উদ্বোধন করা হয়েছে।
১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০.৩০ ঘটিকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্রগ্রাম উত্তরা জোনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মোঃ নাইয়ার আজমের সভাপতিত্বে মহালছড়ি বাজারের মধ্যবর্তী স্থান মসজিদ মার্কেটের ২য় তলায় এ শাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলাম।,বিশেষ অতিথি ছিলেন মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও  ভাইস চেয়ারম্যান  এবং বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদদীন, মহালছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমূখ।এছাড়া উপস্থিত ছিলেন কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন(আনু), মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ, বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ দে, ভাই ভাই টেইলার্সের মালিক মোঃ আবুল কালাম, মহালছড়ি ইলেকট্রনিক্সের মালিক  মোঃ জিল্লুর রহমান, সাংবাদিক, ব্যবসায়ী, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
উক্ত অনুষ্ঠানে খাগড়াছড়ি ইসলামী ব্যাংকের এভিপি ও শাখা প্রধান মোঃ সাইফুদ্দিন আহমদ স্বাগত বক্তব্য রাখেন এবং পবিত্র কোরআন তেলওয়াত করেন মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাওলানা মোঃ আবুল কালাম আজাদ। আলোচনা সভার পরিশেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button