সাধারণ

ইলিশের জিন আবিষ্কারক বিজ্ঞানী ড. মংসানু মারমাকে সংবর্ধনা প্রদান

 

প্রতিনিধি ঃ-ইলিশ মাছের জিন আবিষ্কারক খ্যাতিমান বিজ্ঞানী ড. মংসানু মারমাকে খাগড়াছড়িতে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৫ নভেম্বর সোমবার সকালে মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনটির কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়।
মারমা উন্নয়ন সংসদের সহ সভাপতি ক্যজরী মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিাত ছিলেন সংগঠনটির সহ সভাপতি আবুশি মারমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মারমা উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, বাঁশরী মারমা প্রমুখ।
অনুষ্ঠানে মংসানু মারমাকে ফুল, ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মংসানু মারমা তাঁর বক্তব্যে বলেন, সমাজে টিকে থাকতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তাই আমাদের সকলের উচিৎ শিক্ষাকে গুরুত্ব দেওয়া। দেশের প্রয়োজনে পাশে থাকব। উদ্ভাবনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button