
সবুজ পাতার ডেস্ক ঃ খাগড়াছড়িতে মসজিদের ইমাম স্বামী কর্তৃক নির্যাতনের শিকার হয়ে সন্তানসহ বাবার বাড়িতে আশ্রয় নিয়েছে আঁখি আক্তার (২২)। যৌতুকের দাবীতে ৫ বছরের বিবাহিত জীবনে ২/৩ বছর যাবত প্রায়শই মারধরের শিকার হয়েছে সে। ইমাম স্বামীর নির্যাতন সইতে না পেরে ১১ মাসের শিশু পুত্রসহ পালিয়ে গিয়ে গত ২ মাস যাবত বাবা আরমান হোসেনের বাড়িতে অবস্থান করছে আঁখি। যৌতুক না আনা পর্যন্ত বাড়িতে ফিরে না আসতে বলেই খালাস স্বামী আলী হোসেন রাজন। এরপর স্ত্রী পুত্রের কোন খোঁজ খবর রাখছে না আলী হোসেন। এখন আখি আক্তারের বাবা আরমান হোসেন যোগাযোগ করলে তালাক দেওয়ার হুমকি দিচ্ছেন আলী হোসেন।
নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম ওয়ান-স্টপ ক্রাইসিস সেল আধুনিক জেলা সদর হাসপাতাল খাগড়াছড়ির দায়িত্বে থাকা রনজিত সরকার বলেন, ‘‘ভিকটিম আমাদের কাছে এসে সকল ডকুমেন্ট দাখিল করেছেন। আমরা তার স্বামী আলী হোসেনের সাথেও যোগাযোগ করেছি। আমাদের পক্ষ হতে ভিকটিমকে প্রয়োজনীয় সকল সহযোগীতা দেওয়া হবে।
নির্যাতনের বিয়য়ে অভিযুক্ত ইমাম আলী হোসেন মোবাইলে বলেন, ‘‘ আমার স্ত্রীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিয়ের ৫ বছরের মধ্যে ৫ মাসও আমার সাথে সে থাকে না। শুধু বাপের বাড়ী চলে যায়’’।