ইটছড়ি মৈত্রীপুর ভাবনা কেন্দ্রে দানোত্তম কঠিন চীব দান অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি: চিরাং তিটঠাতু বুদ্ধ সাসনম এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি ইটছড়ি মৈত্রীপুর ভাবনা কেন্দ্রে বৌদ্ধধর্ম পুনঃজাগরণে বাংলার শত বছরের ইতিহাসের অবিস্মরণীয় চুরাশি জন মহাস্থবিরসহ দেড়শতাধিক মহান ভিক্ষুসংঘের উপস্থিতিতে প্রথমবারের মতো মহা দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠান উদযাপন করা হয়েছে। শুক্রবার(২৮অক্টোবর) দিনব্যাপী ইটছড়ি মৈত্রীপুর ভাবনা কেন্দ্রের প্রাঙ্গণে বর্ণিল আয়োজনে ১ম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা দেশ জাতি তথা সকলের হিতসুখ মঙ্গল কামনায় বৌদ্ধ ভিক্ষুদের নিকট থেকে পঞ্চশীল গ্রহণের পর হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুদের নিকট বুদ্ধ মুর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, কল্পতরু দান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দান সহ স্বধর্ম দেশনা ও শ্রবণ করেন। এছাড়াও তুলা থেকে সুতা তৈরি করে এরপর চীবর তৈরি করেন বিকালে তা বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে দান করেন। অনুষ্ঠানে উপস্থিত দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে দেশনায় নিজের দেশ-জাতিকে সবার উর্ধ্বে রেখে আন্ত: সম্প্রদায়’র শান্তি সুরক্ষা এবং দেশ ও পার্বত্য চট্টগ্রামের সকল মানুষের সমৃদ্ধি কামনার ওপর গুরত্ব আরোপ করেন। এ সময় এ ভাবনা কেন্দ্রের দানোত্তম কঠিন অনুষ্ঠানের প্রধান উদ্যোগ দাতা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও তাঁর সহধর্মিণী রিপা চাকমা,জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, ধীমান খীসা, বাবুরাম চাকমা, গামারীঢালা বনবিহারের অধ্যক্ষ বোধিপাল মহাথের, রাঙ্গামাটি রাজ বনবিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির, রাজ বন বিহারের শান্তি প্যাগোডা’র পরিচালক সৌরজগত মহাস্থবির, নানিয়াচর রত্নাংকুর বনবিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির, ইটছড়ি মৈত্রীপুর ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ বিমলানন্দ মহাস্থবির প্রমুখ। এছাড়াও মৈত্রীপুর ভাবনা কেন্দ্রের হাজার হাজার দায়ক-দায়িকা, উপাসক উপাসিকা উপস্থিত ছিলেন।