ইজতেমা মাঠে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে স্মারকলিপি প্রদান

প্রতিনিধি : ১ ডিসেম্বর ইজতেমা ময়দানে সাদ অনুসারীদের নৃশংস হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন উলামায়ে কেরাম।
মাওলানা সাদ অনুসারীদের নৃশংস হামলায় ৩ শতাধিক আহত হয়। নিহত হয় ইসমাইল মন্ডন নামের এক তাবলীগের সাথী। তাবলিগের ইতিহাসে এমন ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এবং শীর্ষ ওলামা ও তাবলীগের শুরাগণের দেয়া “ছয় দফা” দ্রুত বা¯বÍ ায়নের দাবীতে খাগড়াছড়ি পার্বত্য জেলার ওলামা-মাশায়েখ ও তাবলীগ জামায়াতের সাথীদের পক্ষ থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
প্রস্তাবিত ছয় দফা ঃ-
১. এ হামলার নির্দেশদাতা ওয়াসিফুল ইসলাম ও শাহাবুদ্দিন নাসিমগং সহ হামলার সাথে জড়িত সকলকে আগামী ২৪
ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
২. আহত-নিহতদের ক্ষতিপূরণ ও চিকিৎসার ব্যব¯া’ করতে হবে।
৩. টঙ্গী ময়দান এত দিন যে ভাবে কাকরাইলের শুরা ভিত্তিক পরিচালিত তাবলীগের সাথী ও ওলামায়ে কেরামের অধীনে
ছিল, এখনও তাদের কাছেই তা হস্তান্তর করতে হবে।
৪. অতিসত্তর কাকরাইলের সকল কার্যকলাপ থেকে ওয়াসিফ ও নাসিমগংকে বহিষ্কার করতে হবে।
৫. সারাদেশে ওলামায়ে কেরাম ও শুরা ভিত্তিক তাবলীগের সাথীদের উপর হামলা-মামলা বন্ধ করে পূণর্ নিরাপত্তার
ব্যব¯া’ করতে হবে।
৬. টঙ্গীর আগামী ২০১৯ সালের বিশ্ব ইজতেমা পূবর্ েঘাষিত তারিখেই (১৮,১৯,২০ শে জানুয়ারি প্র ম পর্ব ও ২৫, ২৬,
২৭ শে জানুয়ারি দ্বিতীয় পর্ব) অনুষ্ঠানের কার্যকরী ব্যব¯া’ গ্রহণ করতে হবে।