ইউপি চেয়ারম্যান নাজির মাহমুদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধি : পানছড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজির মাহমুদের উপর হামলার ঘটনায় ইউপিডিএফকে(প্রসীত) দায়ী করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের কদমতলীস্থা অস্থাায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্ত মঞ্চে এসে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তরা বলেন, ইউপিডিএফ সন্ত্রাসীদের আটক করে আইনানুগ ব্যবস্থাা গ্রহন করতে হবে। নির্বাচন পরবর্তী সময়ে ইউপিডিএফ বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের বিভিন্ন সম্প্রদায়ের নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে । নাজির মাহমুদকে হত্যা চেষ্টাকারীদের অভিলম্বে গ্রেফতার করতে হবে। খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম ঈসমাইল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পাজেপ সদস্য নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন প্রমুখ। সমাবেশে উপস্থিাত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক নুরুল আজম, পাজেপ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল প্রমুখ। ৮ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় পানছড়ি বাজার এলাকায় মেইন রোডের পাশে হাকিম আলী মার্কেট সংলগ্ন একটি চা দোকানের সামনে গল্প করছিলো তখন হঠাৎ উপজাতীয় এক সন্ত্রাসী এসে গুলি করে পালিয়ে যায়। তার বাম হাতের বাহুতে গুলি লাগে। তাৎক্ষনিক তাকে পানছড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। অতপর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম সিএমএইচ-এ প্রেরণ করা হয়।