ইউপিডিএফ গণতান্ত্রিক তপন জ্যোতি বর্মার মৃত্যু বার্ষিকী পালিত

রহিম হৃদয় : প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে নিহত ইউপিডিএফ গণতান্ত্রিক আহবায়ক তপন জ্যোতি বর্মাসহ নিহত নেতৃবৃন্দের প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। ৪ মে শনিবার জেলা শহরের তেঁতুল তলা এলাকায় শোকসভার আয়োজন করে ইউপিডিএফ গণতান্ত্রিক।
সকালে গণ জমায়েত, নিহতের শ্রদ্ধায় পুষ্পমাল্য অর্পণ, শোক প্রস্তাব ও ১ মিনিট নীরবতার মধ্য দিয়ে স্মরণসভা করা হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন,ফানুস উত্তোলনের কর্মসূচী হাতে নেওয়া হয়।
ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল কান্তি চাকমার সভাপতিত্বে সদস্য সুমেল চাকমার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রিপন চাকমা।
এতে প্রধান অতিথি ছিলেন, এম এন লারমা সমর্থিক জেএসএস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল কান্তি চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক তজিম চাকমা, এমএন লারমা সমর্থিত জেএসএস কেন্দ্রীয় কমিটির সদস্য যুব রানী চাকমা,আয়তর চাকমা প্রমূখ।
বক্তারা শোকসভায় বলেন, সংগঠনের নেতা তপন জ্যোতি বর্মাসহ সহযোদ্ধাদের রক্ত বৃথা যেতে দেবো না। নিহতরা পার্বত্য চট্টগ্রামের বীর । জুম্মজাতি আজীবন নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
২০১৮ সালের ৪ মে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যানের শেষকৃত অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত হয় ইউপিডিএফ গণতান্ত্রিক প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে তপন জ্যোতি বর্মা,এক বাঙালী গাড়ি চালকসহ ৫ নেতাকর্মী।